Coochbehar Loksabha Election TMC Candidate:
এখনও প্রকাশ হয়নি লোকসভা নির্বাচনের নির্ঘন্ট। তার আগেই বিজেপির পাশাপাশি কংগ্রেসের তরফেও প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। আজ কলকাতায় ব্রিগেডের জনগর্জন সভার মেগা ইভেন্ট থেকে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ৪২ টি লোকসভা আসনের প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোচবিহার জেলার লোকসভা আসনের প্রার্থী কে হবেন এনিয়ে গুঞ্জন চলছিল কোচবিহার জেলা রাজনৈতিক মহলে। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষনা করলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোচবিহার জেলার প্রার্থী করা হল জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে।
কোচবিহার লোকসভায় জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে প্রার্থী করতেই খুশির হাওয়া কোচবিহার জুড়ে। কোচবিহার জেলার সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। নাম ঘোষনা হতেই সিতাই বিধানসভার একাধিক জায়গায় কর্মী সমর্থকদের উল্লাস চোখে পড়ে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊