কয়েক মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষতি জলপাইগুড়ি জিলা স্কুলের
কয়েক মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষতি জলপাইগুড়ি জিলা স্কুলের, পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষের।
রবিবার বিকেলে ঝড়ে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়, জলপাইগুড়ি সদর শহর সহ বিভিন্ন এলাকা। এর পাশাপাশি এক বিশাল ক্ষতি হয় জলপাইগুড়ি শহরের অন্যতম ঐতিহ্যবাহী স্কুল জেলা স্কুলের। স্কুলের টিনের ছাদ উড়ে গিয়ে ক্ষতি হয়েছে ক্লাসরুমের, এছাড়া বিভিন্ন জায়গায় গাছ পরে ক্ষতি হয়েছে মূল স্কুল ভবনের ও । গাছ পরে বন্ধ স্কুলএ প্রবেশের তিনটি পথই, সমস্যায় স্কুল কর্তৃপক্ষ।
এ বিষয়ে জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাদ বারুই জানান, রবিবার বিকেলের ঝড়ে বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে জিলা স্কুলের। গাছ পড়ে বন্ধ তিনটি প্রবেশের পথ। এছাড়াও গাছ পড়ে যাওয়ায় স্কুল ভবনের বিভিন্ন দেয়াল ভেঙে পড়েছে , ঝড়ো হাওয়ায় উড়ে গেছে স্কুলের প্রাত বিভাগের টিনের ছাদ। ক্ষতির পরিমাণ এখন অব্দি বোঝা যাচ্ছে না কিন্তু যা মনে হচ্ছে তাতে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা প্রশাসনকে জানিয়েছি কাল স্কুল খোলা রাখার বিষয়ে এখনও সংশয় আছে।
0 মন্তব্যসমূহ
thanks