তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তৃণমূল ছাত্র পরিষদের ৫০, চাপে তৃণমূল!
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-
ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। এবার জেলা সভাপতির হাত ধরে বিজেপিতে যোগদান করেন তৃণমূল ছাত্র পরিষদের ৫০ জন সদস্য। চিন্তার ভাঁজ শাসক দলের।
সম্প্রতিক দিন কয়েক আগে রায়না ব্লকের তৃণমূলের বেশ কয়েকজন পদাধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এরপর ফের এবার বর্ধমান রাজ-কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক সুরজ দাস সহ কলেজের সক্রিয় তৃণমূল কর্মীরা জেলা বিজেপির কার্যালয়ে বর্ধমান সদর সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা এর হাত থেকে পতাকা নিয়ে বিজেপি তে যোগদান করেন। সাধারণ এই ঘটনায় কপালে চিন্তার ভাঁজ ফেলেছে শাসক দলের।
যদিও তৃণমূল কংগ্রেস মুখপত্র প্রশেঞ্জিত দাস বলেন বিজেপি নামাক এই দলটি ভোটের আগে কিছু মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে দলে টানে। বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছিলো বহু নেতা কর্মীদের দলে টেনে ছিলো।ভাটের পর আবার তারা তাদের ভুল বুঝে তৃণমূলেই ফিরে এসেছে। এক্ষেত্রেও তাই হবে।
বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, নরেন্দ্র মোদীর কাজে উদ্ভুত হয়ে বিপুল সংখ্যক তৃণমূল ছাত্র পরিষদের যুবরা বিজেপি তে যোগ দিয়েছে। এতে ভোটের আগে বিজেপি কে আরো শক্তিশালী করে তুলবে। এই রকম কর্মঠ যুবকদের সঠিক জায়গা, তৃণমূল কংগ্রেস নয়, আসল জায়গা বিজেপি।আগামী দিনে আরো যুবরা বিজেপি তে যোগ দিয়ে মোদীজির হাত শক্ত করবে বলে তার দাবী।
অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের রাজকলেজ ইউনিটের প্রাক্তন সাধারণ সম্পাদক সুরজ দাস বলেন, রাজ কলেজে তিন বছর ধরে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু তৃণমূলের হয়ে রাজ কলেজ ইউনিট চালাতে বিভিন্ন সময় বাধার মুখে পড়ে হচ্ছিল। উচ্চ নেতৃত্বের চাপে ঠিক মতো কাজ করতে পারছিল না। তৃণমূলে থেকে ছাত্র-ছাত্রীদের জন্য কাজ করতে না পারার জন্যই বিজেপিতে যোগদান। এখানে অন্তত স্বাধীনভাবে কাজ করার পরিবেশ টা আছে, তাই যুব কর্মীদের নিয়ে বিজেপিতে। আগামী দিনে আরো যুবক বিজেপিতে যোগ দেবে বলে দাবী করেন সুরজ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊