Latest News

6/recent/ticker-posts

Ad Code

অবশেষে স্বস্তি ! Facebook , Instagram ব্যবহারকারীদের মুখে হাসি

অবশেষে স্বস্তি ! Facebook , Instagram ব্যবহারকারীদের মুখে হাসি

Facebook , Instagram



এর আগে 2021 সালে, একই ঘটনা ঘটেছিল যখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারের মতো মেটার সমস্ত পরিষেবা একই সাথে ডাউন হয়ে গিয়েছিল।


আজ রাত্রী ৮ টা ৩০ মিনিট নাগাদ থেকে ফেসবুক এবং ইন্সটাগ্রামে শুরু হয় সমস্যা। অবশেষে রাত্রী ৯ টা ৪৫ নাগাদ ঠিক হতে শুরু করে ফেসবুক এবং ইন্সটাগ্রাম ব্যাহারকারীদের অ্যাকাউন্ট।

কি কারনে এই গলযোগ, তা নিয়ে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোন বিবৃতি জারি করেনি মেটা।

মেটা ডাউন হওয়ার পর মেমের বন্যা হয়েছে। এদিকে, টুইট করে প্রতিক্রিয়াও দিয়েছে এক্স। X লিখেছে কেন লোকেরা X এর দিকে ছুটছে... আমরা জানি আপনারা সবাই এখানে কেন।








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code