Udyan Guha: ফের শিরোনামে কোচবিহার, আক্রান্ত উদয়ন গুহ, প্রচারে হামলার অভিযোগ বিজেপিরও 



udyan Guha




আর কটাদিন বাকি তারপরেই লোকসভা নির্বাচন। প্রথম দফাতেই ভোট কোচবিহারে। আগামী ১৯ শে এপ্রিল নির্বাচন তার আগে আবারও শিরোনামে কোচবিহার। কোচবিহারে উদয়ন গুহের ওপর হামলার খবর। আবার নিশীথ প্রামাণিক এর প্রচারেও হামলার অভিযোগ। কিছুদিন আগেই দিনহাটায় দুই মন্ত্রীর মধ্যে ঝামেলায় শিরোনামে উঠে আসে কোচবিহার।




এবার ভোটের মুখে ফের উত্তপ্ত কোচবিহার, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক এর প্রচারে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কনভয়ে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রবিবার রাতের ঘটনায় ফের রাজ্যের শিরোনামে কোচবিহার।




ঘটনা সূত্রপাত, কোচবিহার ধলুয়াবাড়িতে হুড খোলা গাড়িতে নির্বাচনী প্রচার করছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। সেই সময়ে পাশ দিয়ে যাচ্ছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কনভয়। তৃণমূলের অভিযোগ কনভয়ের উপর হামলা চালায় বিজেপি, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়।




অন্যদিকে বিজেপির অভিযোগ গাড়ি থেকে নেমে হামলা চালায় তৃণমূল। পুলিশের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে ঘুঘুমারির ধলুয়াবাড়ি এলাকা। ভোট যত এগিয়ে আসছে উত্তপ্ত হচ্ছে কোচবিহারের রাজনীতি।




এই ঘটনায় মন্ত্রী উদয়ন গুহকে সরাসরি নিশানা করেছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, অন্যদিকে নিশীথ প্রামাণিক কে নিশানা করতে ছাড়েননি উদয়ন গুহ। এই মুহূর্তে ফের শিরোনামে কোচবিহার।