বেনজির! বাংলার ৪২ লোকসভা প্রার্থীকে নিয়ে হাঁটলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
রাজনীতির ইতিহাসে প্রথমবার। লোকসভা আসনের প্রার্থীদের এক সাথে নিয়ে ব্রিগেডের জনগর্জন সভায় হাঁটলেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূলের লোকসভা প্রার্থীদের তালিকা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই তাঁদের সাথে নিয়ে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এই প্রথম তৃণমূলের ব্রিগেডে ছিল র্যাম্প। মূল মঞ্চের পাশে রয়েছে আরও ২টি মঞ্চ। মূল মঞ্চের সঙ্গে তৈরি হয়েছে ৩২০ ফুট লম্বা র্যাম্প। এর ডান ও বাঁ দিকে আরও দু-টি ছোট র্যাম্প থাকছে। বক্তব্য রাখার সময় হাঁটতে হাঁটতে ভিড়ের মাঝে চলে যেতে পারবেন নেতা-নেত্রীরা। মূল মঞ্চের ব্যাকগ্রাউন্ডে রয়েছে LED স্ক্রিন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন একে একে প্রার্থীদের নাম ঘোষনা করছেন ঠিক তখনই একে একে প্রার্থীদের উঠে আসার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ৪২ জন প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মঞ্চের একসাথে দেখা যায়। সাধারণত এভাবে কখনও কোনো দল প্রার্থী ঘোষণা করেছে কিনা তা জানা নেই। সম্ভবত প্রথমবার এইভাবে প্রার্থীদের নাম ঘোষনা করে চমকে দিল তৃণমূল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊