Latest News

6/recent/ticker-posts

Ad Code

Case On CAA: নাগরিকত্ব সংশোধনী আইনে স্থগিতাদেশ চেয়ে মামলা সুপ্রিম কোর্টে

Case On CAA: নাগরিকত্ব সংশোধনী আইনে স্থগিতাদেশ চেয়ে মামলা সুপ্রিম কোর্টে

Case On CAA


সিএএ নিয়ে মামলা হল দেশের শীর্ষ আদালতে। নাগরিকত্ব সংশোধনী আইনে স্থগিতাদেশ চেয়ে মামলা সুপ্রিম কোর্টে। জানা গেছে, ২০১৯ থেকে এপর্যন্ত দুশোর বেশি মামলা পড়েছে সুপ্রিমকোর্টে। আগামী ১৯ মার্চ সেই আবেদনগুলির শুনানিতেই রাজি হয়েছে শীর্ষ আদালত।


শুক্রবার, বর্ষীয়ান আইনজীবী কপিল সিবাল সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সামনে জানান, আগামী সপ্তাহে শুনানির জন্য এটি 'লিস্টিং' করা হচ্ছে।  



২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে অ-মুসলিম যে সব শরণার্থী ধর্মীয় উৎপীড়ন থেকে বাঁচতে এ দেশে এসেছেন, এই আইন তাঁদের ভারতের নাগরিকত্ব দেওয়ার আইন। ২০১৯ সালের ডিসেম্বর মাসেই বিল থেকে আইনে পরিণত হয়। গত সোমবার সেই আইন কার্যকর হয় দেশে। এই আইনের নিয়ম বিধি তা 'অসাংবিধানিক', 'বৈষম্যমূলক' এবং 'সংবিধানস্বীকৃত ধর্মনিরপেক্ষ নাগরিকত্ব নীতির পরিপন্থী' বলে অভিযোগ বিরোধীদের। লোকসভা ভোটের মুখে এটি কার্যকর করার পিছনে নির্দিষ্ট রাজনৈতিক অঙ্ক রয়েছে বলেও মন্তব্য বিরোধীদের। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code