লোকসভা ভোটের মুখে ধাক্কা, বিজেপি থেকে ইস্তফা সাংসদ ব্রিজেন্দ্র সিং-এর

Brijendra Singh


সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে বড় ধাক্কা খেল গেরুয়া শিবির। হঠাৎই বিজেপি থেকে ইস্তফা দিলেন দলের সাংসদ ব্রিজেন্দ্র সিং। লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক কারণে বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন হিসারের সাংসদ ব্রিজেন্দ্র সিং। কংগ্রেসে যোগদানের জল্পনা শুরু হয়।



একটি পোস্টে তিনি লিখেছেন, 'রাজনৈতিক কারণে আমি বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছি। হিসারের সাংসদ হিসাবে আমাকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি দল, জাতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে ধন্যবাদ জানাই।’



একদিকে যখন এগিয়ে আসছে নির্বাচন জোর কদমে চলছে প্রস্তুতি ইতিমধ্যে রাজনৈতিক দলগুলি ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেই সময় ব্রিজেন্দ্র সিং-এর ইস্তফা নয়া জল্পনার সৃষ্টি করেছে। বাবা বীরেন্দ্র সিংয়ের সঙ্গে কংগ্রেসে যোগ দিতে পারেন তিনি বলে জল্পনা শুরু হয়। শেষমেষ সত্যিই হল জল্পনা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন তিনি।