বন্ধুর জন্মদিনে সারপ্রাইজ দিয়ে সামাজিক কর্মসূচি সঞ্জীব দাসের
মুর্শিদাবাদ জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর খুব কাছের এবং সঞ্জীব দাসের প্রিয় বন্ধুদের মধ্যে একজন ও সবুজ বার্তা পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ'র জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষ্যে বন্ধুকে চমক দিতে সাগরদিঘী অঞ্চলের শকুয়া কলোনী শিশু শিক্ষা কেন্দ্রে একগুচ্ছ কর্মসূচী পালন করলো সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর সদস্যরা।
প্রথমে স্কুল চত্বরে বৃক্ষরোপণ করে শুরু হয় কর্মসূচী, তারপরেই স্কুলের প্রায় ৭০ জন বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় চারাগাছ উপহার সাথে জন্মদিনের কেক বিরিয়ানীর প্যাকেট ও একটি করে জলের বোতল। কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন রায়, রাধারানী দেবনাথ দাস, মির্জাজজবুল, শহীদ সেখ, এছাড়াও ছিলেন ট্রাস্টের সভাপতি রাধারানী দেবনাথ দাস, সম্পাদক সঞ্জীব দাস সহ সদস্য মজির হোসেন, সামাদ শেখ, উজির শেখ, শেখ সুফিউদ্দিন, সাহিল মল্লিক আরও অনেকই।
সাগরদিঘীর ওসি বিজন রায় ছাত্র ছাত্রীদের গাছ তুলে দিয়ে বলেন গাছ আমাদের বাঁচায় প্রাণ, আপনারা সবাই গাছ লাগান।
এদিনের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ার পরে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর সম্পাদক সঞ্জীব দাস জানান "এটা হয়তো কারোরই অজানা নয় আমরা বিভিন্ন সদস্যদের জন্মদিন এভাবেই পালন করে থাকি, আর আজকের এই বিশেষ উদ্যোগ রহমতুল্লাহ ভাইয়ের জন্য যিনি সবসময়ই আমাদের সমস্ত কর্মসূচিতে আমাদের পাশে থেকেছেন এবং আমাদের কে সামাজিক কাজকর্ম করার জন্য সবসময় অনুপ্রাণিত করেছেন। তার এই জন্মদিনে তাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।"
অন্য দিকে রহমতুল্লাহ জানান জন্মদিনটা বড়ো কথা নয় প্রতিটাদিনই আমার কাছে গুরুত্বপূর্ণ, বড় কথা হচ্ছে মানুষের পাশে কতটা থাকতে পেরেছি। এবং আগামীতেও পাশে থাকবো অসহায় দুঃস্থ মানুষদের পাশে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊