Latest News

6/recent/ticker-posts

Ad Code

পরকীয়া সম্পর্ক ফাঁস, প্রেমিক আর স্ত্রী মিলে স্বামীকে মারধোর

পরকীয়া সম্পর্ক ফাঁস, প্রেমিক আর স্ত্রী মিলে স্বামীকে মারধোর

Relation problem


স্ত্রীর পরকীয়া সম্পর্ক ধরে ফেলায় প্রেমিককে নিয়ে মারধর করে স্বামীর মাথা ফাটাল স্ত্রী ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার মহামায়াতলায় ৷ আক্রান্ত স্বামী এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷



নরেন্দ্রপুর থানা এলাকার মহামায়াতলার বাসিন্দা গনেশ বৈদ্য ও স্ত্রী লীলা বৈদ্য ৷ এই এলাকায় তারা কর্মসুত্রে ভাড়া থাকেন ৷ তাদের আসল বাড়ি নামখানা এলাকায় ৷ ১১ বছর আগে তাদের বিয়ে হয় ৷ তাদের একটি কন্যাসন্তানও আছে ৷ স্কুল জীবনেই দুজনের মধ্যে সম্পর্ক ৷ প্রায় বছর পাঁচেক প্রেমের সম্পর্ক থাকার পর তারা বিয়ে করেন ৷ সম্প্রতি স্ত্রী লীলা বৈদ্যর ফোন প্রায় ব্যস্ত থাকত ৷ তা থেকেই সন্দেহ হয় স্বামীর ৷ তিনি গোপনে স্ত্রীর কথা বলার সময় তা রেকর্ড করেন ৷ তখনই বিষয়টি সামনে আসে এবং দুজনের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ তারপর প্রেমিককে ডেকে স্বামীকে বাটাম দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| ৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code