Weather News Today: ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সাথে শিলাবৃষ্টির সতর্কতা


weather news today



আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরের জেলাগুলোতে গতকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। একদিকে কুয়াশা অপরদিকে ঝির বৃষ্টি। আবারো শীতের প্রকোপ উত্তরের জেলাগুলিতে।


দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে কোচবিহার সর্বত্রই একই আবহাওয়া। উত্তরবঙ্গের কিছু জেলায় শিলাবৃষ্টিও হয়। আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল যে, শুক্রবার পর্যন্ত এই দুর্যোগ চলতে পারে।


এদিকে রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শিলাবৃষ্টি হতে পারে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতাতেও।


আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। আর এই ঝোড়ো হাওয়াই রাজ্যের সব জেলাকে ভরা বসন্তেও ভেজাচ্ছে বলে মনে করছেন আবহবিদেরা।