Valentine's Day Condom Sale: হাতকড়া আর কন্ডোম, ভ্যালেন্টাইন ডে-তে বিক্রিতে রেকর্ড

Valentine's Day Condom Sale


১৪ই ফেব্রুয়ারি ছিল ভ্যালেন্টাইনস ডে। আর এই ভালোবাসা দিবস পুরো একটা সপ্তাহ জুড়ে প্রেমিক প্রেমিকার একেকটা দিন পেড়িয়ে আসে। রোজ ডে থেকে কিস ডে শেষ করে ভ্যালেন্টাইন ডে। আর সেই ভ্যালেন্টাইন ডে হাতকড়া আর কন্ডোম বিক্রিতে রেকর্ড। এমনটাই জানা গেছে।



14 ফেব্রুয়ারি নানা জিনিস অর্ডার করা হলেও, কোম্পানির CEO আলবিন্দার ধিন্দসা জানালেন এক গুরুত্বপূর্ণ তথ্য। যা জানলে চমকে যাবেন আপনিও। 14 ফেব্রুয়ারি বহু মানুষ হ্যান্ডকাফ বা হাতকড়া কেনার জন্য ব্লিঙ্কিটে অর্ডার করেছেন এমনটাই জানিয়েছেন তিনি।



14 ফেব্রুয়ারি ব্লিঙ্কিট CEO আলবিন্দার ধিন্দসা নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, 'আজকের আগে আমরা কখনও এত হ্যান্ডকাফ এর জন্য ব্লিঙ্কিটে সার্চ হতে দেখিনি।' এই টুইট রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। সংস্থার তরফে লেখা হয়েছে, 'আমি তো চোর পুলিশ খেলতে খুব ভালোবাসি'।



কোম্পানির CEO জানান, সবচেয়ে বেশি গোলাপ, চকোলেট, ফুলের তোড়া ও টেডি ডেলিভারি করা হয়েছে 14 ফেব্রুয়ারিতেই। 14 ফেব্রুয়ারি সন্ধ্যে 7 টার পরে আলবিন্দার এক্স হ্যান্ডেলে জানান, সাধারণ বুধবারের তুলনায় 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে- র দিনে প্রায় 4 গুণ বেশি কন্ডোম বিক্রি হয়েছে। পাশাপাশি আলবিন্দার জানান, তাঁর আশা রাতের দিকে এই পরিমাণ আরও বাড়বে। যদিও শেষ পর্যন্ত কতটা কন্ডোম অর্ডার হয়েছে, সেই তথ্য এখনও সামনে আসেনি।