রামলালা দর্শনে রামভক্তদের নিয়ে হাওড়া থেকে অযোধ্যার পথে পাড়িদিলো বিশেষ দুটি ট্রেন

Rail


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

রামলালা দর্শনে রামভক্তদের নিয়ে হাওড়া থেকে অযোধ্যার পথে পাড়িদিলো বিশেষ দুটি ট্রেন। এদিন বিকেল থেকে হাওড়া স্টেশনের পাশাপাশি বর্ধমান স্টশনেও ভীড় জমায় রাম ভক্তরা। বর্ধমান বীরভূমের প্রায় সাতশো রাম ভক্তকে শুভেচ্ছা জানাতে বর্ধমান স্টেশনে উপস্থিত থাকেন ভারতীয় জনতা পার্টির পূর্ব বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তা সহ জেলা বিজেপির সদস্যরা।


রাম ভক্তদের জয়ধ্বনিতে কেঁপে ওঠে গোটা স্টেশন চত্বর।রামলালা দর্শনে রাম ভক্তদের জন্য আইআরটিসির পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হয় বলে আইআরটিসি সূত্রের খবর।



যাত্রীদের সুরক্ষার জন‌্য ট্রেন ছাড়ার আড়াই ঘণ্টা আগেই স্টেশনে মোতায়েন করা হয় আরপিএফ। স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয় কোচগুলিতে।ট্রেনে যাতে রাম ভক্তদের কোনোরকম অসুবিধা না হয় সেজন‌্য পর্যাপ্ত জল তোলা হয় ট‌্যাঙ্কগুলিতে। আলো-পাখা থেকে যান্ত্রিক দিকগুলি খতিয়ে দেখতে বিদ্যুৎ বিভাগ ও ট্রেন এক্সমিনারদের বিশেষ নির্দেশ দেওয়া হয়। কামরার মোবাইল চার্জারগুলোর সব কটি ঠিক রয়েছে কি না তা খতিয়ে দেখা হয়, প্রয়োজনমতো মেরামতও করা হয়। 



প্রসঙ্গত, ভক্তদের রামমন্দির দর্শন করানোর জন্য ১০০ দিন ধরে ২০০ টি ট্রেন চালানো হবে আধিকারিক সূত্রে খবর।