পিকনিকের কথা বলে বেড়িয়ে ১১ দিন ধরে নিখোঁজ বাবা ও তিন বছরের কন্যা সন্তান
আবারো নিখোঁজের ঘটনা মালদায়। ১১ দিন ধরে নিখোঁজ বাবা ও তিন বছরের কন্যা সন্তান। পিকনিক করতে যাবে বলে বাড়ি থেকে বেরানোর পর থেকে নিখোঁজ হয়ে যায় বাবা ও মেয়ে। ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে বাড়ি থেকে বেড়ায় বাবা ও মেয়ে তারপর তারা আজও নিখোঁজ রয়েছে। ইংরেজবাজার শহরের সানিপার্ক এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ সরকার । তিনি একজন বেসরকারি ব্যাংকের কর্মী। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে তিনি ভাড়া থাকতেন। তার স্ত্রী জুমা গোস্বামী ২৭ জানুয়ারি ইংরেজ বাজার থানায় তার স্বামী ও তার তিন বছরের কন্যা সন্তান নিখোজের বিষয় নিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করেন। ১১ দিন প্রায় হতে চলেছে এখনো পর্যন্ত তাদের কোন সন্ধান পায়নি পুলিশ। রীতিমতো চিন্তিত পরিবারের সদস্যরা। ঝুমা গোস্বামী জানান ২৬ তারিখ সকাল 10:30 টার দিকে তার স্বামী তার তিন বছরের কন্যাকে নিয়ে পিকনিক করতে যাবে বলে বাড়ি থেকে বেরাই তারপর সে আর বাড়ি ফিরে নি। ২৭ তারিখে এ বিষয়ে থানার অভিযোগ জানানো হয়।। পুলিশ সেভাবে সহযোগিতা করছে না বলে অভিযোগ পরিবারের। প্রতিদিনই থানায় যাওয়া হচ্ছে। অবশেষে মালদা জেলা আদালত দারস্ত হয়েছে পরিবার। শুধু তাই নয় স্বামী ও মেয়েকে ফিরিয়ে পাওয়ার বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এবং রাজ্যপাল কে লিখিত অভিযোগ স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হয়েছে।
রীতিমতো চিন্তিত পরিবার। নিখোঁজের দিন থেকেই মোবাইলে সুইচ বন্ধ পাচ্ছেন তারা। কোথায় আছে কেমন আছে? কোন কিছু জানতে পারছেন না পরিবার। সম্প্রতি উত্তর বালুচরের ১০ বছরের নাবালিকার খুনের ঘটনায় নিয়ে রীতিমতো তোলপাড় গোটা রাজ্য গোটা জেলা। এ বিষয়েও রীতিমত চিন্তার মধ্যেই রয়েছেন ঝুমা গোস্বামী। স্বামী ও মেয়েকে পাওয়ার বিষয় এ হাত জোড় করে প্রার্থনা।
বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী জানান একজন মহিলা গত 11 দিন আগে তার স্বামী ও কন্যা সন্তানকে পাওয়া যাচ্ছে না বলে পুলিশকে জানাই কিন্তু পুলিশ এখনো অব্দি কোন ব্যবস্থা নিতে পারছে না।। নিরাপত্তার অভাব বোধ করছে পরিবার। পুলিশের দিক থেকে কোনরকম নিরাপত্তা দেওয়া হচ্ছে না। স্বাভাবিক ভাবে ই মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বাবলা সরকার জানান বিষয়টি জানা আছে মহিলা মুখ্যমন্ত্রী, রাজ্যপাল কে জানিয়েছেন তিনি অভিযোগ জানাতে পারেন। তবে পুলিশ ঠিক কাজই করছে। এইসব বিষয় নিয়ে রাজনীতি করা ঠিক নয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊