'নিশীথ প্রামানিকের গুন্ডামির বর্ষপূর্তি উপলক্ষে' কালা দিবস পালন করল তৃণমূল কংগ্রেস


নিশীথ প্রামানিকের গুন্ডামির বর্ষপূর্তি উপলক্ষে



দিনহাটা:

বুড়িরহাটে কালা দিবস পালন করল তৃণমূল কংগ্রেস। রবিবার সকাল এগারোটা নাগাদ বুড়িরহাট বাজারে তৃণমূল কংগ্রসের পক্ষ থেকে কালা দিবস পালন করা হয়।

প্রসঙ্গত ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি বুড়িরহাট বাজারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের কনভয় হামলার অভিযোগে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের আইন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিজেপির তরফে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে পাল্টা নাটক সাজানোর পরিকল্পনার অভিযোগ করা হয়। সেই ঘটনার বর্ষপূর্তিতে তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এদিন কালা দিবস পালন করা হয়।

উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ভট্টাচার্য, সহ সভাপতি আব্দুল সাত্তার, খগেস্বর বর্মন, সঞ্জীব বর্মন থেকে শুরু করে দিনহাটা বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীসমর্থকরা।

এদিন এই কালা দিবসে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য বক্তারা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের গুন্ডামির বর্ষপূর্তি উপলক্ষে এদিনের এই কালা দিবস কর্মসূচি। পাশাপাশি এদিন সকল বক্তারাই কেন্দ্রীয় বিজেপি সরকার বাংলাকে বঞ্চনা করছে এই অভিযোগে সরব হন।