TATA IPL 2024: প্রকাশিত হল IPL-র সূচি, জানুন কবে, কোথায়, কাঁদের ম্যাচ?

TATA IPL 2024


প্রত্যাশা মতো ২২ই মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথমে মনে করা হচ্ছিল লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষনার পরেই সূচি প্রকাশ হবে আইপিএলের। কিন্তু আর অপেক্ষা করতে হল না। প্রথম ২১টই ম্যাচের সূচী ঘোষনা করে দিল বোর্ড।



প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস ও বিরাট কোহলির রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২৩ মার্চ, অর্থাৎ, টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিনই নামছে কেকেআর। আর প্রথম ম্যাচ হবে ইডেনেই। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।



২১টি ম্যাচের সূচি ঘোষনা হয়েছে যার মধ্যে শুধু তিনটি ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। এবারের টুর্নামেন্টের সূচিতে দুপুরের ম্যাচগুলি শুরু হবে ৩.৩০-এ। রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭.৩০-এ।


আপাতত ২১টি ম্যাচের সূচি ঘোষনা হয়েছে বাকি ম্যাচ গুলোর সূচি লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষনার পরেই প্রকাশিত হবে বলে জানা যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক ২১ ম্যাচের সূচি: