প্রয়াত রাজনগরের স্বামী মহানন্দ ব্রহ্মচারী

Rajnagar Swami


৬৩ বছর বয়সে প্রয়াত হলেন রাজনগরের স্বামী মহানন্দ ব্রহ্মচারী। স্বামী মহানন্দ ব্রহ্মচারী রাজনগরের নারায়ণপুরে জন্মগ্রহণ করেন। মাত্র ১১ বছর বয়সে তিনি রাজনগরের আখড়া সাহেব স্থান সংলগ্ন স্বামী বিশ্বানন্দ গিরি মহারাজের আশ্রমে এসে বিশ্বানন্দ গিরির কাছে দীক্ষা নেন এবং তখন থেকেই আজীবন তিনি এই আশ্রমেই ছিলেন। প্রতিবছর এই আশ্রমে স্থানীয় ভক্তদের সহযোগিতায় ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান এর আয়োজন করতেন মহানন্দ ব্রহ্মচারী।


বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন আজ সোমবার বেলা বারোটা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখান থেকে তার দেহ রাজনগরে বিশ্বানন্দ গিরি আশ্রমে আনা হয়। আশ্রমে অগণিত ভক্ত তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন। আশ্রম প্রাঙ্গনে তাঁকে এদিন সমাধিস্থ করা হয়।


আশ্রমের ভূমিদাতা তথা রাজনগর উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষক বিজয় কুন্ডু ও এক ভক্ত এ বিষয়ে বিস্তারিত জানান।