High Court:সন্দেশখালিতে ১৪৪ ধারা বাতিল কলকাতা হাইকোর্টের
সন্দেশখালিতে ১৪৪ ধারা বাতিল কলকাতা হাইকোর্টের। আজ সন্দেশখালিতে রাজ্যের ১৪৪ ধারা জারির বিজ্ঞপ্তি বাতিল করে উত্তেজনা প্রবণ এলাকাগুলো চিহ্নিত করতে বললো কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। বিচারপতি জানান , '১৪৪ ধারা জারি করতে হলে এলাকা নির্দিষ্ট করে চিহ্নিত করতে হবে। কোন কোন এলাকা উত্তেজনা প্রবণ, সেটা নির্দিষ্ট করতে হবে'।
উত্তর ২৪ পরগনার সন্দেশখালি এলাকায় উত্তেজনার পারদ চড়তেই সেখানে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। যার ফলে এলাকায় ঢুকতে পারেনি কোনো রাজনৈতিক দলের নেতা-নেত্রী। মাঝপথ থেকেই ফিরছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়রা। আদালতের পর্যবেক্ষেণ, রাজ্য এমন কোনও নথি রাজ্য দেখাতে পারেনি যার জেরে গোটা থানা এলাকা ১৪৪ ধারা প্রয়োগের প্রয়োজন ছিল।
কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর রাজনৈতিক নেতাদের প্রবেশে আর বাঁধা রইল না। মূল অভিযুক্তদের গ্রেপ্তার না করা আবার ১৪৪ জারি করে গ্রামের মানুষকে আটকে দেওয়ার কৌশল বড় বিপদ ডেকে আনার জন্য যথেষ্ট বলেই মনে করছেন বিচারপতি। পাশাপাশি ইন্টারনেট বন্ধ রাখার কারণ স্পষ্ট নয় বলেও জানিয়ে দেয় আদালত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊