Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

S Jaishankar


ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেই শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর।

মঙ্গলবার জয়শঙ্করের বাংলাদেশ যাত্রার কথা জানিয়েছে বিদেশমন্ত্রক। বিবৃতি দিয়ে বলা হয়, 'বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে ভারত সরকার ও ভারতীয়দের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই মতো ৩১ ডিসেম্বর ঢাকা যাচ্ছেন তিনি'।

খালেদা জিয়ার শেষকৃত্যে জয়শঙ্করের উপস্থিতি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে কূটনৈতিক মহল। ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের সুসম্পর্ক এই মুহূর্তে তিক্ততায় পরিণত হয়েছে। যত সময় যাচ্ছে দূরত্ব কমার পরিবর্তে বেড়েই চলেছে। সেই আবহে জয়শঙ্করকে পাঠিয়ে দিল্লি আসলে ঢাকা পাশে থাকার বার্তা দিচ্ছে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code