Propose Day Special: প্রোপোজ ডে-তে অনন্য উপায়ে সঙ্গীকে করুন প্রেম নিবেদন
আজ ৮ই ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন সপ্তাহের দ্বিতীয় দিন প্রোপোজ ডে অর্থাৎ প্রস্তাব দিবস। এই দিনে জীবন সঙ্গী বা প্রেমিকাকে প্রেম প্রস্তাবের দিন। প্রতিবছরের ন্যায় এবছরেও কি নিজের প্রিয় মানুষটাকে সরাসরি হাতে হাত, চোখে চোখ রেখে প্রেম প্রস্তাব করতে চাইছেন। আবার দূরত্বের কারণে ফোনে কিংবা মেসেজে প্রস্তাব প্রেরণ করার কথা ভাবছেন। প্রতিবছর তো এই উপায় অবলম্বন করেন এবছর একটু অন্যরকম ভাবুন।
চলুন আমরা কিছু উপায় বলে দিচ্ছি-
এবছর আপনার প্রিয়জনকে প্রেম প্রস্তাব দিন নতুন উপায়ে। আপনি আপনার প্রিয়জনকে চিঠি লিখে নিজের মনের ভাবটা প্রকাশ করুন। এতে করে চিঠি প্রায় ডুবে যাওয়ার এই সময়ে স্মরণীয় হয়ে থাকবে প্রস্তাব। যদি আপনি অনেক দূরে থাকেন তবে চিরকুটে লিখে ছবি তুলে তা পাঠাতে পারেন আপনার সঙ্গীকে।
চিঠিতে আপনি লিখতে পারেন কোনো ছন্দ, কিংবা আপনার লেখা কোনো অনুকবিতা। তবে ভালোবাসার মানুষকে প্রভাবিত করতে আপনার মনের ভাব এমনভাবে প্রকাশ যেন তাঁর হৃদয় ছুঁয়ে যায়।
যদি স্বামী তার স্ত্রীকে বা স্ত্রী তার স্বামীকে মনের ভাব জানাতে চান, এই দিনটিকে উইস করতে চান তাহলে দুর্দান্ত সময় সকালবেলা। সকালে ঘুম ভাঙার সাথে সাথেই লিখে ফেলুন কয়েকটা চিরকুট। যে স্থান গুলো সকালে আপনার সঙ্গী ভিজিট করে সেখানে লিখে রাখুন পছন্দ মতো কিছু কথা।
সঙ্গীকে এদিন আপনি নিয়ে যান কোনো মনোরম পরিবেশ। সাথে থাক ফুল। আর কিছু কার্ড। ফুল দিয়ে তাঁকে জানান শুভেচ্ছা। আর কার্ডে দিন স্পেশাল বার্তা। আর দিনটিকে করে তুলুন রোমান্টিক।
ভালোবাসার মানুষ চায় নতুন কিছু। নতুন ভাবে নতুন দিনে নতুন উপায়কে বেছে নিয়ে প্রেমের রসায়নে ঘনত্ব বাড়াতে পারেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊