Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপির লাফালাফির সুবিধা করবার জন্য নেতা কর্মীদের গ্রেফতার ! আর কী বললেন সেলিম !

বিজেপির লাফালাফির সুবিধা করবার জন্য নেতা কর্মীদের গ্রেফতার ! আর কী বললেন সেলিম ! 

সেলিম


শনিবার কলকাতা থেকে রেল পথে জলপাইগুড়িতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসেছেন সিপিআইএম নেতা তথা রাজ্য সম্পাদক মোঃ সেলিম।

পদাতিক এক্সপ্রেস ট্রেন থেকে নেমে দলীয় কার্যালয়ে যাবার পথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পিসি ভাইপোর জমিদারি সরবে এই টুকুই বলতে পারি, সন্দেশখালির ঘটনস্থলে যেতে না দেবার প্রসঙ্গে সিপিআইএমের এই বর্ষীয়ান নেতা বলেন, তৃণমুল যে যে জায়গায় চুরি, খুন রাহাজানি করে সেখান অন্য কোনো দলকে ঢুকতে দেয় না, কারন প্রমাণ লোপাট করার সুযোগ নেয়, সন্দেশখালি, মুর্শিদাবাদ সহ যেখানেই তৃণমূলের বিরূদ্ধে মানুষ সরব হয়ে প্রতিবাদ করছে সেখানেই আমাদের নিরাপদ সর্দার সহ অন্যান্য নেতা কর্মীদের গ্রেফতার করে জেলে আটকে দিচ্ছে, যাতে বিজেপির লাফালাফি করতে সুবিধে হয়।

অপরদিকে এদিন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম জলপাইগুড়ি রোড রেল ষ্টেশনে নামতেই সেখানেই তৃণমুল ক্ষেত মজদুর ইউনিয়নের জেলা সভপতি তথা মুখপাত্র দুলালদেব নাথ মোহাম্মদ সেলিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এই প্রসঙ্গে দুলাল বাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন, সৌজন্য বিনিময় করলাম স্টেশনে দেখা হলো তাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code