চাইল্ড লেবার এবং চাইল্ড ম্যারেজের কারনে মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা কম বলে মনে করছে শিক্ষকদের একাংশ
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:
চাইল্ড লেবার এবং চাইল্ড ম্যারেজের কারনে মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা কমছে বলে মনে করেন শিক্ষকদের একাংশ। শুক্রবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষার। মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন করে ১২টার পরিবর্তে করা হয়েছে সকাল ৯টা ৪৫। পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে সকাল ৯টার মধ্যে। এবছর পূর্ব বর্ধমান জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪২,৫০৬ জন এদের মধ্যে পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ১৮,২২৭, মহিলা পরীক্ষার্থীর সংখ্যা হলো ২৪,২৭৯। গতবছরের তুলনায় এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা দ্বিগুন।
পূর্ব বর্ধমান জেলায় মোট ১২৫ টি স্কুলে মাধ্যমিক পরীক্ষার সেন্টার করা হয়েছে বলে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্যদ আঞ্চলিক আধিকারিক সূত্রে খবর। এছাড়া বর্ধমান সদরে ৩৩ টি মেন ভেনু এবং ৩০ সাব ভেনু করা হয়েছে।
স্কুল পড়ুয়ারা অত্যন্ত গরিব হওয়ার কারণে অনেকেই পড়াশোনা ছেড়ে কোনো দোকানে লেবারের কাজ করার ফলে অনেকেই মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন করেনি।আবার অনেক মেয়ের বিয়ে হয়ে যাবার কারনেও মাধ্যমিকের রেজিস্ট্রেশন করেনি। তবে চাইল্ড লেবারের জন্য যে অনেক ছাত্ররা মাধ্যমিক পরীক্ষার দিচ্ছেনা সেবিষয়ে রথতলা মনহর দাস বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন এবছ ৮৮ জন ছাত্রর মধ্যে ১৫ জন ছাত্র রেজিস্ট্রেশন করতে চাইছিলোনা এদের আমরা রেজিস্ট্রেশন করিয়ে ছিলাম। ১৫ জনের মধ্যে ৬ জনই নিজের ইচ্ছায় ফর্ম ফিলাপ করতে এসেছিলো। বাকিরা আসেনি।এদেরকে আমরা বাড়িতে ফর্ম পৌচ্ছে দিয়েছি। এরা সকলেই খুব গরিব।এরা অনেকে চাইন্ড লেবারের কাজ করার জন্য মাধ্যমিক দিচ্ছেনা।
পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্যদ আঞ্চলিক আধিকারি অঞ্জন ঘোষ বলেন বর্ধমান সদরে এবছর মাধ্যমিকের মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো ৪২,৫০৬ জন।পরিক্ষা চলাকালীন এবং পরিক্ষা কেন্দ্র পৌঁছনোর সময় যদি কোনো পরীক্ষার্থী কোনো সমস্যায় পরে তার জন্য প্রশাসনের লোকজন সহযোগিতা করবেন বলে জানান অঞ্জন বাবু।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊