DA ও চুক্তি ভিত্তিক কর্মীদের ভাতা বৃদ্ধিতে ধন্যবাদ মিছিল সরকারী কর্মীদের

DA hike


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

লোকসভা নির্বাচনে প্রাক্কালেই লক্ষীর ভান্ডারে বাজেট বাড়ালো রাজ্যসকার। পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ও চুক্তি ভিত্তিক কর্মচারীদের এককালীন ভাতা এবং বেতন বৃদ্ধি করায় খুশি পূর্ব বর্ধমানের রাজ্য সরকারি কর্মচারিরা।মুখ‌্যমন্ত্রীর এই ঘোষনার পরই, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে জেলা কালেক্টরি অফিস থেকে জেলা তথ্য দপ্তর অফিস পর্যন্ত মিছিল করেন রাজ্য সরকার কর্মচারিরা।



দ্বিতীয়বার মহার্ঘ্য ভাতা বৃদ্ধি, চুক্তিভিত্তিক কর্মচারীর অবসরকালীন ভাতা বৃদ্ধি, গ্রুপ সি কর্মচারীদের মাসিক পারিশ্রমিক সহ একাধিক ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন রাজ্যসভার বাজেটে। 



শুক্রবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব বর্ধমানের একাধিক সরকারী কর্মচারী একত্রিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে মিছিল করেন বলে জানান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি বিশ্বজিৎ সাঁই।


ডিসেম্বরেও এক দফা DA বাড়ানো হয় রাজ্যের সরকারি কর্মীদের। সেবার 4% ডিএ বৃদ্ধির ঘোষনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও ফের 4% বৃদ্ধি হল ডিএ। বৃহস্পতিবার বাজেটে ফের DA বৃদ্ধির ঘোষণার পর, রাজ্যের সরকারি কর্মীদের প্রাপ্ত DA-র হার বেড়ে 14 শতাংশ হল।