সন্দেশখালির ঘটনার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ পদ্মশিবিরের মহিলা মোর্চার

Bankura bjp


বাঁকুড়া, রঞ্জিত ঘোষ

সন্দেশখালির ঘটনায় রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে পদ্ম শিবির। তারই অঙ্গ হিসেবে রবিবার বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি থানার সামনে বিক্ষোভে সামিল হতে দেখা গেল বিজেপির জেলা মহিলা মোর্চাকে।




সন্দেশখালিতে শাসক দলের নেতৃত্বে স্থানীয় মহিলাদের উপর শারীরিক নির্যাতন সহ দিনের পর দিন অত্যাচার এরই বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে ভারতীয় জনতা পার্টি। বিজেপির অভিযোগ পুলিশের মদতে তৃণমূলের ছত্রছায়ায় দিনের পর দিন শোষণ নির্যাতন চালিয়েছে তৃনমূল।




রবিবার বিক্ষোভ মঞ্চ থেকে বিজেপির মহিলা মোর্চার সভাপতি বন্দনা সিংহ বলেন তৃণমূল নেত্রীর মদত পুষ্ট হয়ে তৃণমূল নেতারা সন্দেশখালিতে দিনের পর দিন অত্যাচার চালিয়েছে ,এই বিষয় আজ প্রকাশ্যে আশায় রাজ্যের মানুষ তৃণমূল নেত্রীকে ধিৎকার জানাচ্ছেন।