'তৃণমূল নয় বিচার ব্যবস্থাই শাহজাহানকে আগলে রেখেছে'- দাবী অভিষেকের
ডায়মন্ডহারবার:
আবারও কথা দিয়ে কথা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজের একের পর এক প্রতিশ্রুতিকে বাস্তবে রূপান্তর করছেন। আজ ফির তার প্রমাণ মিলতে চলেছে। চড়িয়াল সেতুর পরে এবার বজ বজ ট্রাঙ্ক রোড ও মহেশতলা এ ৪০ মিলিয়ন গেলেন জল প্রকল্পের উদ্বোধন করবেন ডায়মন্ড হারবারের সংসদ। গত সোমবারই চড়িয়াল সেতুর উদ্বোধন করেছেন তিনি। তার মাত্র ছয় দিন পরেই ফের মহেশতলায় জলপ্রকল্প এবং উড়ালপুলের নিচের রাস্তা উদ্বোধন করতে আসছেন অভিষেক।
লোকসভা ভোটের আগে বাংলার শাসকদলের হাতিয়ার কেন্দ্রীয় বঞ্চনা। ১০০ দিনের কাজ, আবাস যোজনার বকেয়া টাকা কেন্দ্রের কাছ থেকে আদায়ের জন্য লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছে তৃণমূল। দিল্লি, কলকাতায় একাধিক ধরনার পর এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘জনগর্জন সভা’ ডাকা হল দলের তরফে। আগামী ১০ মার্চ ব্রিগেড ময়দানে ভরিয়ে দেওয়ার জন্য এখন থেকে ময়দানে নেমে পড়েছেন শাসক দলের নেতা কর্মীরা। ২৫ ফেব্রুয়ারি সমাবেশের দিন ঘোষণা হল। সমাবেশের দিন নির্ধারণ হল ১০ মার্চ। এত অল্প সময়ে ব্রিগেড সভা ভরাট করা খুব কঠিন কাজ। তার জন্য অনেক আগে থেকে জেলায় জেলায় মাঠে নেমে পড়তে হয়। সেই হিসেবে তৃণমূলের হাতে আছে খুব অল্প সময়। তবে এই অল্প সময়ে ব্রিগেড আয়োজন করা খুব একটা কঠিন হবে না তৃণমূলের পক্ষে। গোটা রাজ্যে এখন তৃণমূলের যে সংগঠন আছে তাতে এত অল্প সময়ে তাদেরপখে ব্রিগেড আয়োজন করা খুব একটা কঠিন কাজ নয়। দলের সুপ্রিমোর আহ্বানে একদিনের মধ্যে জেলা উজিয়ে শহরে আসতে পারেন হাজার হাজার কর্মী-সমর্থক। সেই কর্মী-সমর্থকদের নিয়ে ব্রিগেডে আগামী ১০ মার্চ ‘জনগর্জন সভা’ করতে চলেছে তৃণমূল কংগ্রেস।এদিন ফের কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিষেক। কেন্দ্র সরকারকে কটাক্ষ করেন এদিন বলেন, কেন্দ্র সরকার বাংলার বকেয়া টাকা, বাংলার মানুষের টাকা আটকে রেখেছে গায়ে জোরে, কারণ তারা বাংলায় হেরেছে। কেন্দ্রের সাহায্য ছাড়াই রাজ্য সরকার মানুষের পাশ দাঁড়াচ্ছে, খতিয়ান দিয়ে সেকথাও এদিন ফের তুলে ধরেন অভিষেক।
মোদিকে কটাক্ষ করে অভিষেক বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, ২০২২ এর মধ্যে ভারতের প্রত্যেক নাগরিকের ছাদের ব্যবস্থা করব। মানুষকে ভাঁওতা দিয়েছে, কাজ করেনি। ধর্মের নামে উস্কানি দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছিল। তদন্তকারী সংস্থার সঙ্গেই, বিচারব্যবস্থার একাংশও কেন্দ্রের পক্ষে দাঁড়িয়ে বলে অভিযোগ করেন অভিষেক। বলেন, বলতে দ্বিধা নেই, ১০০ দিনের কাজ নিয়ে বিচার ব্যবস্থার কাছে দ্বারস্থ হয়েছি, কোনও সুরাহা হয়নি। বক্তব্যের শেষে অভিষেক বলেন, গণতন্ত্রে শেষ কথা সাধারণ মানুষ, আর সেই মানুষ আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই। সন্দেশখালি প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন,মানবাধিকারের কর্তা ও রক্ষাকর্তারা রোজ আলোয় থাকার জন্য বলছেন, একে অ্যারেস্ট করুন, তাকে অ্যারেস্ট করুন। হাইকোর্ট হাত বেঁধে দিলে পুলিশ কী করবে! ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল, ওই ঘটনায় সিট গঠন করেছিল কলকাতা হাইকোর্ট। ইডি আপিল করে রায়ের উপর স্থগিতাদেশ চায়। সেই আর্জি মঞ্জুর করে প্রধান বিচারপতির বেঞ্চ। ৬ মার্চ শুনানি। হাইকোর্ট রাজ্য পুলিশ প্রশাসনের হাত-পা বেঁধে দিলে পুলিশ কীভাবে গ্রেফতার করবে? এফআইআরের ভিত্তিতে পদক্ষেপ করতে ১৫ দিন-একমাস সময় দিতে হবে পুলিশকে।'
গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল ইডি। তদন্তকারীদের উপর চড়াও হয় শাহজাহানের দলবল। আহত হন ইডি আধিকারিকরা। তার পর থেকে বেপাত্তা শেখ শাহজাহান। তাঁকে আড়াল করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ইতিমধ্যে সন্দেশখালির মহিলাদের একাংশ অভিযোগ করেছে, রাতবিরেতে মহিলাদের পার্টি অফিসে ডেকে নির্যাতন চালাত শেখ শাহজাহানের দলবল। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা উত্তম সর্দার ও শিবু হাজরাকে। কিন্তু শাহজাহান এখনও পুলিশের নাগালের বাইরে! সন্দেশখালির বাসিন্দারা চাইছেন, অবিলম্বে গ্রেফতার করা হোক শেখ শাহজাহানকে। প্রশ্ন উঠেছে, পুলিশের ভূমিকা নিয়েও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊