Latest News

6/recent/ticker-posts

Ad Code

Aadhaar Number Cancelled : আদৌ কি বাতিল হয়েছে আধার কার্ড? স্পষ্ট করলো UIDAI

Aadhaar Number Cancelled : আদৌ কি বাতিল হয়েছে আধার কার্ড? স্পষ্ট করলো UIDAI

Aadhaar card



সামনেই লোকসভা নির্বাচন তার আগে জেলায় জেলায় আঁধার কার্ড বাতিলের খবর সাড়া ফেলে দিয়েছে। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঁধার কার্ড বাতিল নিয়ে বিঁধেছে কেন্দ্রকে, ছুঁড়েছেন প্রশ্ন। সেই আবহেই আঁধার কার্ড বাতিল নিয়ে বড় বিবৃতি দিল UIDAI অর্থাৎ Unique Identification Authority of India। UIDAI-র তরফে জানিয়ে দেওয়া হল কোনো আধার কার্ড বাতিল হয়নি। যে কোনওরকম বিভ্রান্তিতে কী করতে হবে তাও জানানো হল সরকারের তরফে।



UIDAI এর এক বিবৃতিতে জানানো হয়েছে আধার, সর্বাধিক ব্যবহৃত ডিজিটাল পরিচয় পত্র। অসংখ্য ভর্তুকি, সুবিধা এবং পরিষেবাগুলি পেতে ব্যবহৃত হয় এই আধার কার্ড। আধার ডেটাবেস নির্ভুল ও আপডেট রাখার জন্য সময়ে সময়ে আধার নম্বর ধারকদের কাছে বিজ্ঞপ্তি জারি করা হয়। স্পষ্ট ভাবে জানানো হচ্ছে যে, কোনও আধার নম্বর বাতিল করা হয়নি। যদি কোনও আধার নম্বর ধারকের এই বিষয়ে কোনও অভিযোগ থাকে তবে প্রতিক্রিয়া বা অভিযোগ জানাতে পারেন।



অভিযোগ করতে নিচের লিঙ্কে ক্লিক করতে পারেন: https://uidai.gov.in/en/contact-support/feedback.html

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code