বকেয়া DA-র দাবিতে আমরণ অনশন শুরু আন্দোলনকারীদের

DA agitation


দিনের পর দিন ডিএ-র দাবিতে আন্দোলন আরও জোড়ালো হচ্ছে। শুক্রবার মিছিলের পর শনিবার থেকে আমরণ অনশনে বসলো রাজ্য সরকারি কর্মীরা। লোকসভা ভোটের আগে, বকেয়া ডিএ-র দাবিতে ক্রমশ আন্দোলনের তীব্রতা বাড়াচ্ছে সংগ্রামী যৌথমঞ্চ।




গতবছর ২৭শে জানুয়ারি ডিএ-র দাবিতে কলকাতায় শুরু হয় আন্দোলন। বছর ঘুরতে চললেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ফারাক থেকে গেছে ৩৬ শতাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ হারে ডিএ পান। আর রাজ্য সরকারি কর্মচারীরা পান ১০ শতাংশ হারে ডিএ। এবার আন্দোলনকে আরও জোরালো করতে আমরণ অনশনে সংগ্রামী যৌথ মঞ্চ।




অনশনকারী অনিরুদ্ধ ভট্টাচার্য বলেন, “অবসরপ্রাপ্ত কর্মচারীদের মহার্ঘ রিলিফ ছাড়া, আর কোনও তাঁরা বাজার দরে সাথে সংযোগ রেখে সংসার চালানো কষ্টকর হয়ে যাচ্ছে। আমাদের এই রিলিফটা বাড়লে রাজ্যের দৈনন্দিন মজুরিও বৃদ্ধি পায়, রাজ্যবাসীরও উন্নতি হয়।’’ প্রসঙ্গত, ডিএ-র দাবিতে আন্দোলন এক বছর হতে চলেছে। এরমাঝে একাধিকবার ডিএ নিয়ে সুর চড়াতে দেখা গিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। রাজ্যপালের হস্তক্ষেপের দাবিও জানান তিনি।