Latest News

6/recent/ticker-posts

Ad Code

চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা

চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা

Seikh Hasina


বৃহস্পতিবার চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা। আজ সন্ধ্যা সাতটা পনেরো মিনিট নাগাদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এদিন বোন রেহানাকে চুমু খেয়ে শপথ গ্রহণ মঞ্চে ওঠেন শেখ হাসিনা। দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ গ্রহণ করে চতুর্থ বার প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন শেখ হাসিনা।




প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার শপথ গ্রহণের পাশাপাশি এদিন ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী শপথ নেন। এবার বিদেশমন্ত্রী হলেন ‘কলকাতা-বন্ধু’ বলে পরিচিত প্রাক্তন তথ্য-সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ ও মন্ত্রিসভা গঠনের পর আগামী শনিবার নিজেক পৈতৃক ও নির্বাচনী এলাকা গোপালগঞ্জ যাবেন আওয়ামি লিগ সভাপতি শেখ হাসিনা।




আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা। বুধবার বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন আনুষ্ঠানিক ভাবে তাঁকে প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে মন্ত্রিসভা গড়ার আমন্ত্রণ জানিয়েছেন। এ বিষয়ে সরকারি জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বাংলাদেশ জাতীয় সংসদের দ্বাদশ নির্বাচনে বিপুল জয়ের পরে ফের সরকার গঠন করলেন শেখ হাসিনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code