Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় স্কুলে প্রবেশের সময় বদল, নয়া সময় জানালো মধ্যশিক্ষা পর্ষদ

স্কুলে প্রবেশের সময় বদল, নয়া সময় জানালো মধ্যশিক্ষা পর্ষদ


SEP
File Picture 


মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় বদল হয়েছে। আর এর ফলে সকাল সকাল স্কুলে ঢুকতে হবে শিক্ষকদের। পরীক্ষা শুরুর দুই ঘন্টা আগেই শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ঢুকতে হবে। এবছর সকাল ৯টা ৪৫ মিনিটে শুরু হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফলে সকাল ৮টার মধ্যেই শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ঢুকতে হবে।



মাধ্যমিক পরীক্ষা যখন ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে তখন পরীক্ষার সময় বদল করে মধ্যশিক্ষা পর্ষদ। বেলা ১২টার পরিবর্তে সকাল ৯টা ৪৫ এ পরীক্ষা শুরুর কথা জানিয়ে বিজ্ঞপ্তি দেয় বোর্ড। এদিকে উচ্চমাধ্যমিক শুরু হতে বাকি যখন এক মাসেরও কম সময় এই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও এগিয়ে নিয়ে আনা হয়। পরীক্ষার দিন থাকছে অপরিবর্তিত, জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে সময় মাধ্যমিক এগোল ২ ঘণ্টা। উচ্চমাধ্যমিক এগোল ২ ঘণ্টা ১৫ মিনিট। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারী।



জানা গেছে, জেলায় জেলায় শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ঢোকার সময় জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ৮টার মধ্যে সকল শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ঢুকতে হবে। সকাল সাড়ে আটটার পর থেকেই স্কুলে ঢুকতে পারবে পরীক্ষার্থীরা।



শিক্ষক শিক্ষিকাদের হল-এ প্রবেশ নিয়ে জেলায় জেলায় যে নির্দেশ গিয়েছে তাতে স্পষ্ট জানানো হয়েছে যে, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা নির্দিষ্ট সময়ের পর স্কুলে আসবেন, তা নিয়ে রিপোর্ট পাঠাতে হবে। এই রিপোর্ট যাবে পর্ষদের কাছে। ইতিমধ্যেই মাধ্যমিক নিয়ে কন্ট্রোল রুম চালু করে দিয়েছে পর্ষদ। তার নম্বরও প্রকাশিত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code