চিনা হামলার ভয় ! রাফাল উড়ছে জলপাইগুড়ির আকাশে


Fear of Chinese attack! Rafale is flying in the sky of Jalpaiguri

মধুসূদন রায়, জলপাইগুড়িঃ চিনা হামলার ভয় বঙ্গে! আকাশপথে কর্মকাণ্ড চালানোর জন্য বড় মাপের প্রশিক্ষণের আয়োজন করল ভারতীয় সেনাবাহিনী। জলপাইগুড়ির আকাশে বিকট শব্দে উড়ছে রাফাল।

Fear of Chinese attack! Rafale is flying in the sky of Jalpaiguri

এদিন , ইস্টার্ন কমান্ডের আনুমানিক প্রায় ১০০০ প্যারাট্রুপার ও বিমানবাহিনীর গার্ডরা এই প্রশিক্ষণে অংশ নেয় ।

Fear of Chinese attack! Rafale is flying in the sky of Jalpaiguri


এই প্রশিক্ষণের লক্ষ্য ছিল, সৈন্যদের ভারী অস্ত্র, সরঞ্জাম, স্থলবাহিনীর সঙ্গে সফল সংযোগ স্থাপনের কলাকৌশল। এই জওয়ানরা ফাইটার এয়ারক্রাফট দ্বারা পোস্ট স্ট্রাইক ড্যামেজের সময় হাই ভ্যালু টার্গেটকে ধ্বংস করে অনুশীলনের সময়।

Fear of Chinese attack! Rafale is flying in the sky of Jalpaiguri

এই প্রশিক্ষণটির মাধ্যমে যুদ্ধের সময় কীভাবে অস্ত্রের ব্যবহার করা হবে তা যেমন সৈন্যরা শিখেছে। এছাড়াও যেকোনও প্রতিকূল পরিস্থিতিতে ভারতীয় সশস্ত্র বাহিনী কতটা দ্রুততার সঙ্গে কাজ করে তারও অভিজ্ঞতা হয় জওয়ানদের।