রেলের আণ্ডারপাস নির্মান কার্য্য সম্পূর্ন করার দাবিতে গন অবস্থান

Public stand demanding completion of railway underpass construction work



বাঁকুড়া, সৌভিক সিংহ : 

বাঁকুড়ার ময়রাবাঁধ এলাকায় রেলের আণ্ডারপাস নির্মান কার্য্য নিয়ে দীর্ঘদিন টালবাহনার ফলে আন্ডার পাস রাস্তা সম্পূর্ণ হয়নি। রেলের সেই আন্ডার পাস রাস্তা সম্পূর্ন করার দাবিতে গন অবস্থান ও বিক্ষোভ গ্রাম অধিকার সমন্বয় মঞ্চ এর পরিচালনায় এলাকার ছাত্র ছাত্রী ও গ্রামবাসীদের। গত এক বছরেও শেষ হয়নি রেলের আন্ডারপাস। এর ফলে সমস্যায় পাঁচটি পঞ্চায়েত এলাকার গ্রামবাসী থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। 

এই আন্ডারপাস সম্পূর্ন না হওয়ার ফলে নানান কাজে বাঁকুড়া শহরে যেতে সমস্যায় পড়েছেন ওই সানবাঁধা, বিকনা, নড়রা, সানতোড় ও কোষ্টিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন।


এ বিষয়ে গ্রামের বাসিন্দাদের দাবি আমাদের প্রধান রাস্তা যেটা অহল্য বাই রোড নামে পরিচিত সেটা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। যাতায়াত করতে আমাদের খুব সমস্যা হচ্ছে । এর আগে কাজ শুরু হয়েছিল কিন্তু অজানা কারণে এই কাজ বর্তমানে স্থগিত হয়ে আছে। আমাদের দাবি এই রাস্তা যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ করতে হবে। এর জন্যই আমাদের এই গন অবস্থান। 

পাশাপাশি গ্রামবাসীদের আরো দাবি একটা বছর ধরে আমরা এই বেহাল রাস্তার সমস্যা নিয়ে ভুগছি। আমাদের এই সমস্যা যদি দ্রুত সমাধান না হয় তাহলে আগামী দিনের আমাদের আন্দোলন বৃহত্তর আকার নেবে ।