প্যানেল তো প্রকাশ হল, নিয়োগপত্র কবে?


Primary


অবশেষে জট কাটলো প্রাথমিকে। সুপ্রিমকোর্টের নির্দেশের পর প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ২০২২-এর প্যানেল। ৯ হাজার ৫৩৩ জন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করেছে পর্ষদ। প্রাথমিকে ১১ হাজার ৭৫৮টি শূন্যপদের মধ্যে ৯ হাজার ৫৩৩ জনকে দেওয়া হবে নিয়োগের সুপারিশপত্র। কয়েকদিনের মধ্যে জেলা থেকে সেই নিয়োগপত্র দেওয়া হবে বলে জানা গেছে।



বিজ্ঞাপনের সময় শূন্যপদ ছিল ১১,৭৫৮। তার মধ্যে থেকেই ৯ হাজার ৫৩৩ জনকে দেওয়া হবে নিয়োগের সুপারিশপত্র। ২২২৫ জন বাকি থাকছেন। পর্ষদ সভাপতি জানিয়েছেন, '২২২৫ জন বাকি থাকছেন। সেটা এখন নিয়োগ দেওয়া যাবে না। এখন যে নিয়োগগুলি হবে তা Subject to the outcome of the present petitions-সুপ্রিম কোর্টের। এর পরে সুপ্রিম কোর্টে যে শুনানি হবে, ২০২০-২২ ডিএলএড (D.el Ed) ব্যাচের। তার প্রেক্ষিতে যে রায় বেরোবে তখন এই ২২২৫ জনকে নিয়োগপত্র দিতে পারব।'



পর্ষদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ, জেলে গেছে প্রাক্তন সভাপতি ফলে নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে কিভাবে নিয়োগ হবে। হাইকোর্ট সুপ্রিমকোর্টের পর এবার নিয়োগ। ফলে খুশি চাকরিপ্রার্থীরা। খুব শীঘ্রই নিয়োগ হবে বলে জানা গেছে।