'২২ জানুয়ারি ঐতিহাসিক ক্ষণ': প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 

Modiji


আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। সাজো সাজো রব অযোধ্যায়। সারা দেশ জুড়ে রামমন্দির উদ্বোধন ঘিরে উন্মাদনা। তার আগে ২২ জানুয়ারিকে ঐতিহাসিক ক্ষণ বলে অভিহিত করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



সোলাপুরে সরকারি অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বার্তা দেন, '২২ জানুয়ারি ঐতিহাসিক ক্ষণ। ভগবান রাম নিজের মন্দিরে বিরাজ করবেন। কয়েক দশকের যন্ত্রণা দূর হবে। আমি নিয়ম পালন করছি। অত্যন্ত কঠিন ভাবে। আপনাদের আশীর্বাদে ১১ দিনের যে নিয়মবিধি রয়েছে তা যেন পালন করতে পারি। নাসিকের পঞ্চবটির ভূমি থেকে আগেই এই অনুষ্ঠানের সূচনা হয়।'



সারা দেশ জুড়ে রাম মন্দিরের উদ্বোধন নিয়ে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যে একাধিক রাজ্য ২২শে জানুয়ারি পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে আবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের অর্ধদিবস ছুটির ঘোষনা দিয়েছে কেন্দ্রীয় সরকার।