Latest News

6/recent/ticker-posts

Ad Code

নেতাজির জন্মদিন উদযাপন হাওড়া কাটোয়া শাবারবান প্যাসেঞ্জারস অ্যাসোসিয়েশন-র অধীন নেতাজি ফাউন্ডেশন

নেতাজির জন্মদিন উদযাপন হাওড়া কাটোয়া শাবারবান প্যাসেঞ্জারস অ্যাসোসিয়েশন-র অধীন নেতাজি ফাউন্ডেশন 

Netaji


আজ ২৩ শে জানুয়ারি নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে হাওড়া কাটোয়া শাবারবান প্যাসেঞ্জারস অ্যাসোসিয়েশন এর অধীন নেতাজি ফাউন্ডেশন দ্বারা ধাত্রীগ্রাম স্টেশনে এক নেতাজি প্রতিকৃতিতে মাল্যদান এবং ১০০পিস কম্বল দুঃস্থদের বিলি করা হলো। 



এদিন জাতীয় পতাকা উত্তোলন করলেন অ্যাসোসিয়েশনের সভাপতি সোম্ভুনাথ সরকার এবং অ্যাসোসিয়েশন এর পতাকা উত্তোলন করলেন ধাত্রীগ্রাম স্টেশন কমিটির সভাপতি নীলকমল বসাক।
 


এই সভায় বক্তব্য রাখলেন হাওড়া কাটোয়া সাবারবান প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি সোম্ভুনাথ সরকার পতাকা উত্তোলন করলেন। স্টেশন কমিটির সভাপতি নীলকমল বসাক মতিলাল চক্রবর্তী এবং সংগঠনের জয়েন্ট সম্পাদক অশোক কুমার দাস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code