Mamata Banerjee: সরকারি কর্মীদের হুঁশিয়ারি মমতার, বরখস্ত হতে পারে চাকরি!

Mamata


২০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত জনসংযোগ কর্মসূচি। আর তার আগে প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সব দফতরের সচিব এবং জেলাশাসক থেকে এসপিরাও উপস্থিত ছিলেন। আর সেই বৈঠকে থেকে সরকারি কর্মীরা ঠিকঠাক কাজ না করলে বরখাস্ত করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



এদিন প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, জনসংযোগ কর্মসূচি শুরুর আগে জেলাশাসক ও বিভিন্ন দফতরের প্রধান সচিবদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, এদিন তিনি বলেছেন, 'আমি খুব কড়া। আমার কাছে খবর আসছে অনেকেই কাজ নিয়ে অসহযোগিতা করছেন। এমন করা যাবে না। ঠিকমতো কাজ না করলে সার্ভিস রুল ৫৬ অনুয়ায়ী টার্মিনেট করা হবে।'



সরকারি পরিষেবায় ঢিলেমির বিরুদ্ধে প্রথম থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি পরিষেবা যাতে সময়ের মধ্যে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে একাধিক পদক্ষেপ নিয়েছেন তিনি। অনেকসময় প্রশাসনিক সভা থেকে বা সরকারি প্রকল্প বিলির সভা থেকে সঠিকভাবে পরিষেবা দেওয়ার বার্তা দিয়েছিলেন তিনি।