Latest News

6/recent/ticker-posts

Ad Code

Mamata Banerjee: রাম মন্দিরের উদ্বোধনের দিনই পথে নামছে মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: রাম মন্দিরের উদ্বোধনের দিনই পথে নামছে মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee


আগামী ২২শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন আর ঠিক সেই দিনেই পথে নামছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন কলকাতায় সংহতি মিছিল করবেন পাশাপাশি একটি জনসভাও করবেন তিনি।


মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “আমাদের এখানে ২৩শে জানুয়ারি, ২৬শে জানুয়ারি প্রোগ্রাম হয়। ২২ জানুয়ারি আমি নিজে একটা প্রোগ্রাম করব। আমি নিজে সকালে কালীঘাট (Kalighat) যাব, মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের লোককে নিয়ে একটা মিছিল করব। হাজরা থেকে মন্দির, মসজিদ গুরুদ্বার ছুঁয়ে পার্ক সার্কাসে একটি জনসভা করব।”


এদিকে ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। মমতা বন্দ্যোপাধ্যায় দলের তরফে কর্মসূচির ডাক দিয়েছেন। ওইদিন রাজ্যজুড়ে বুথে বুথে সম্প্রতি মিছিল করার কথাও ঘোষনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


প্রসঙ্গত আসন্ন লোকসভায় বিজেপির অস্ত্র রামমন্দির বলেই মনে করছে অনেকে। রাম মন্দিরের উদ্বোধন কংগ্রেস থেকে শুরু করে প্রায় সব বিরোধী দল বয়কট করলেও কোনোদল পাল্টা কর্মসূচি গ্রহন করেনি। হয়তো তৃণমূল প্রথম দল রামমন্দিরের উদ্বোধনের দিন পাল্টা সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে কর্মসূচির ডাক দিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code