Madhyamik Exam Admit Card: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল পর্ষদ

Madhyamik Exam Admit Card


সামনেই মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2024)। শেষ পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে পরীক্ষার্থীরা। এই পরিস্থিতিতে অ্যাডমিট কার্ড (Madhyamik 2024) নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো মাধ্যমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়ে আগামী ২৪শে জানুয়ারি থেকে বিদ্যালয় গুলি থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারে।



শুক্রবার পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল আগামী ২২শে জানুয়ারি ২০২৪ থেকে বিদ্যালয়গুলি অ্যাডমিট কার্ড (Madhyamik 2024) গুলি সংগ্রহ করতে পারবে। পরীক্ষার্থীরা ২৪শে জানুয়ারি থেকে ছাত্রছাত্রীরা অ্যাডমিট কার্ড (Madhyamik 2024) গুলি বিদ্যালয় থেকে সংগ্রহ করতে পারবে। পাশাপাশি ২৯শে জানুয়ারির মধ্যে সংশোধন করা যাবে। অ্যাডমিট কার্ড (Madhyamik 2024) সংশোধনের জন্য পর্ষদের রিজিওনাল অফিসে যেতে হবে।



উল্লেখ্য আগামী ২রা ফেব্রুয়ারি ২০২৪ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। ১২ই ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2024)। সকাল ১১টা ৪৫ থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে পরীক্ষা। জানা যাচ্ছে প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী এবার অংশ গ্রহন করতে চলেছে মাধ্যমিক পরীক্ষায়।