অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে কর্মীকে, প্রতিবাদে কামতাপুর পিপলস পার্টি

Kamtapur People's party


মালদা:

অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে তাদের এক কর্মীকে। প্রতিবাদে মালদা জেলা জুড়ে আন্দোলন অব্যাহত কামতাপুর পিপলস পার্টির। রাস্তা অবরোধ এবং বিক্ষোভ দেখানোর পর আজ সংগঠনের পক্ষ থেকে জেলা জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। 




তবে মালদা জেলার অন্যান্য ব্লকে এই ধর্মঘটের তেমন প্রভাব না পড়লেও বামনগোলা ব্লক জুড়ে ধর্মঘটের সর্বাত্মক প্রভাব লক্ষ্য করা যায়। আজ সকাল থেকেই সংশ্লিষ্ট ব্লকের পাকুয়াহাট এলাকায় সমস্ত দোকানপাট বন্ধ ছিল। ছোট বড় প্রায় সমস্ত ধরনের যান চলাচল প্রায় বন্ধ ছিল। তবে সরকারি দপ্তর খোলা ছিল। 




এই বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বর্মন বলেন, গত রবিবার তাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয় মালদার গাজোলে। সেই প্রতিষ্ঠা দিবসে যোগ দেওয়ায় সোমবার রাত্রে বামনগোলা থানার পুলিশ পাকুয়াহাট দলীয় কার্যালয় থেকে তাদের এক কর্মী বচ্চন মণ্ডলকে গ্রেফতার করে। পরে জাল নোটের মামলায় জড়িয়ে দেওয়া হয় বচ্চন মণ্ডল কে বলে অভিযোগ। এরই প্রতিবাদে গতকালের পর আজ তাদের এই ধর্মঘট। আগামীতে তারা বড়সড়ো আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন সুভাষ বাবু।