বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় পুলিশ কেস ও গ্রেফতারের প্রতিবাদে দিনহাটা থানা ঘেরাও কর্মসূচি


bjp


দিনহাটা: 
বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় পুলিশ কেস ও গ্রেফতারের প্রতিবাদে দিনহাটা থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি করলো বিজেপি নেতৃত্ব।

বুধবার বিকেল সাড়ে তিনটা নাগাদ দিনহাটা থানা ঘেরাও করে প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ কর্মসূচি করার পাশাপাশি বিজেপির সাত জনের একটি প্রতিনিধি দল দিনহাটা থানার আইসি সুরজ থাপার সঙ্গে দেখা করে।


আইসির সঙ্গে দেখা করে বিজেপি নেতৃত্বরা বাইরে বেরিয়ে আসেন এবং তাদের মধ্য থেকে বিজেপির জেলা সভাপতি তথা কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার আয় সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান দিনহাটা ও সিতাই বিধানসভার বিভিন্ন এলাকায় বিজেপির তরফে প্রশাসনের অনুমতি নিয়েও সভা করতে চাইলে সেই সভা বানচাল করে দেয় পুলিশ কারণ পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত।


এছাড়া তিনি আরো বলেন বিজেপির সভা চলাকালীন সেই সভায় বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা কিন্তু সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের গ্রেফতার না করে বিজেপি কর্মীদের মিথ্যে পুলিশ কেস দিয়ে গ্রেফতার করা হয়। তাই আজ আমরা সেই বিষয়ে দিনহাটা থানার আইসির সঙ্গে দেখা করে বিষয়টি অবগত করলাম। যদি আগামীদিনে আবারও বিজেপি কর্মীদের উপর মিথ্যে পুলিশ কেস দিয়ে গ্রেফতার করা হয় তবে রাস্তায় বসে আন্দোলন করা হবে বলেও হুশিয়ারি দেন তিনি।


এদিন বিজেপির জেলা সভাপতি ছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সম্পাদক অজয় রায়, জিবেশ বিশ্বাস, উৎপল দাস, বিরাজ বোস থেকে শুরু করে বিজেপি নেতা তাপস দাস ও অন্যান্য নেতৃত্ব।