গ্রেফতার হতে পারেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল! আশঙ্কা দলের নেতারই


Arvind Kejriwal

গ্রেফতার হতে পারেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল! আশঙ্কা দলের নেতারই। আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবারই গ্রেপ্তার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এমনটাই আশঙ্কা দলের নেতারই। এর আগে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia) এবং আপ সাংসদ সঞ্জয় সিংহকে আগেই গ্রেপ্তার করেছে ইডি। এবার কেজরিওয়ালকেও গ্রেফতার করা হতে পারে এমনটাই মনে আপ নেত্রী অতিশী। 




এই গ্রেপ্তারির আশঙ্কার কথা আগেই প্রকাশ করেছিলেন দলের নেত্রী অতিশী মারলেনা। আরেক আপ নেতা রাঘব চাড্ডারও আশঙ্কা, কেজরিকে গ্রেপ্তার করার ‘ছক’ করছে বিজেপি। গত বুধবারই কেজরিওয়ালকে তৃতীয়বার সমন পাঠিয়েছে ইডি। তলব এড়িয়ে যান কেজরিওয়াল।  এর আগে গত ২ নভেম্বর এবং ২১ ডিসেম্বরও ইডির তলবে সাড়া দেননি কেজরি। এর পর গত ২২ ডিসেম্বর ফের তাঁকে নোটিস পাঠানো হয়। 



২২শে ডিসেম্বরের নোটিসেও হাজিরা দেননি বলে খবর। পরপর তিনবার হাজিরা এড়ালে গ্রেফতারির সম্ভাবনা থাকে। আবার আদালতে আগাম জামিনের আবেদনও করেননি আপ সুপ্রিমো। ফলে এই মুহূর্তে কেজরিওয়ালের কাছে কোনওরকম রক্ষাকবচও নেই।