কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বিরুদ্ধে এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় 

Abhishek and Abhijit


কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বিরুদ্ধে এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতিদের (Calcutta High Court) মন্তব্য নিয়ে এই পদক্ষেপ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরূপ মন্তব্য থেকে বিচারপতিদের বিরত থাকতে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছেন শীর্ষ আদালতে।



সুপ্রিম কোর্টে অভিষেক মোট চারটি আবেদন করেছে বলে খবর। এক, অভিষেক সম্পর্কে আদালতের ভিতরে বা বাইরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহা মন্তব্যে দুই তদন্তকারী সংস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI) যেন প্রভাবিত না হয় এমন নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছে আদালতে। নিরপেক্ষ তদন্তের আর্জি জানানো হয়েছে।




দুই, বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অভিষেককে নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি উপযুক্ত ব্যবস্থা নিক এমন কোনো নির্দেশ দিক শীর্ষ আদালত। তিন, বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সিনহার দ্বারা প্রভাবিত হবে না এমন বেঞ্চ গঠন করে মামলা গুলির শুনানির নির্দেশ দেওয়া হোক। চার, বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সিনহা যাতে তাঁর বিরুদ্ধে এমন মন্তব্য করা থেকে বিরত থাকেন, সেই মর্মে নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট এমনটাই আবেদন করেছেন অভিষেক।



এর আগেও কলকাতা হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সেই সময় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নির্দেশ দেন, প্রাথমিক নিয়োগে রমেশ মালিক এবং সৌমেন নন্দীর দায়ের করা দুর্নীতির যে মূল দুই মামলা, সেগুলি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যাযের এজলাস থেকে সরিয়ে নিতে। যা বর্তমানে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রয়েছে।