বড় সুযোগ! এলো ছাত্রছাত্রীদের জন্য নয়া প্রকল্প, প্রতি মাসে মিলবে ১০ হাজার টাকা 

Peoples


৮ই জানুয়ারি রাজ্যে শুরু হল ছাত্রছাত্রীদের জন্য নয়া প্রকল্প। স্টুডেন্ট ইন্টার্নশিপ, সরকারি দফতরে হাতে কলমে কাজ শেখার নয়া প্রকল্প চালু করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার। এই প্রকল্পের অধীনে স্নাতক স্তরের পড়ুয়াদের ইন্টার্ন হিসাবে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার এবং এর জন্য প্রতি মাসে একটা ভাতাও দেয়া হবে ইন্টার্নদের। ইন্টার্ন হিসেবে সুযোগ পাবে রাজ্যের আইটিআই এবং পলিটেকনিক পাস করা ছেলে মেয়েরাও।



ইন্টার্ন হিসেবে যাঁদের নিয়োগ করা হবে ,তাঁদেরকে মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। ১ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে প্রাথমিক ভাবে। পরবর্তিতে তা বৃদ্ধি করা হতে পারে। 40 বছর বয়স পর্যন্ত আবেদন আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য।



স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের বৈশিষ্ট্য-..

• এই প্রকল্পে আবেদন করতে গেলে স্নাতক স্তর, পলিটেকনিক, আইটিআই অথবা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বর পেয়ে পাস করতে হবে।

• আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।

• সরকার অধীনস্থ বিভিন্ন ব্লক, মিউনিসিপালিটি, জেলা অফিস এবং বিভিন্ন সরকারি দপ্তরে হাতেকলমে কাজ শেখা যাবে।।

• আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে

• এই প্রকল্পের অন্তর্ভুক্ত ইন্টার্ন ১ বছরের জন্য মাসিক ১০,০০০/- টাকা করে স্টাইপেন্ড পাবে, পুনর্নবীকরণের সুবিধাসহ