Latest News

6/recent/ticker-posts

Ad Code

Jharkhand New CM: ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হতে পারেন হেমন্তের স্ত্রী কল্পনা সোরেন: সূত্র

Jharkhand New CM: ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হতে পারেন হেমন্তের স্ত্রী কল্পনা সোরেন: সূত্র

Hemanta Soren and Kalpna Soren


ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন সদ্য পদত্যাগী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন। আজ জমি কেনা বেচা মামলায় আর তছরুপির অভিযোগে সারাদিন টানা জিজ্ঞাসাবাদ করা হয় হেমন্ত সোরেনকে। এরপর রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগ পত্র জমা করেন তিনি। আর তারপরেই ইডি হেফাজতে হেমন্ত সোরেন।



আর্থিক তছরুপ মামলা হেমন্ত সোরেনকে হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিনই রাঁচিতে তাঁর বাসভবনে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাজির হয় ইডি। ১৪৪ ধারা জারি করা হয়। তখনই জল্পনা তুঙ্গে ওঠে। দিনভর টানা জিজ্ঞাসাবাদের পর রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার খবরের পরেই আরও বেশি তুঙ্গে ওঠে জল্পনা।



জমি দুর্নীতি ও আর্থিক তছরূপ মামলায় আগে ৯ বার ইডির তলব এড়িয়েছেন হেমন্ত। হেমন্তর ইস্তফার পর পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন চম্পাই সোরেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং জোট শরিক কংগ্রেসের পক্ষ থেকে চম্পাই সোরেনের নাম পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম জমা দেওয়া হয় রাজ্যপালের কাছে এমনটাই সূত্রের খবর।



সূত্রের খবর, হেমন্ত সোরেনের গ্রেফতারির পর রাজ্য সরকারের দায়ভার গিয়ে পড়তে পারে কল্পনা সোরেনের কাঁধে। মুখ্যমন্ত্রী কে হবেন জল্পনা চলছে তবে জানা গেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং জোট শরিক কংগ্রেসের পক্ষ কল্পনা সোরেনের নামই প্রস্তাব করা হয়েছে। এখন দেখার কে হয় নয়া মুখ্যমন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code