বক্সিং ডে টেস্ট জিতে টেস্ট পয়েন্ট টেবিলে শীর্ষে দক্ষিণ আফ্রিকা, কোথায় ভারত?
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার কাছে বক্সিং ডে টেস্টে পরাজিত হয় ভারত আর তারপরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের সিংহাসন দখল দক্ষিণ আফ্রিকার। সাথে সাথে পঞ্চম ধাপে নামলো ভারত। অস্ট্রেলিয়ার কাছে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান হারার পরে যুগ্মভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে উঠে আসে ভারত। পরে স্লো ওভারের জের পয়েন্ট খুইয়ে থাকে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর এবার পাঁচ-এ থামলো রোহিতের টিম ইন্ডিয়া।
সেঞ্চুরিয়ন টেস্টে পরাজিত হওয়ার পরে ভারতের খাতায় রয়েছে ৪৪.৪৪ শতাংশ হারে ১৬ পয়েন্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে তিনটি ম্যাচে মাঠে নেমে ভারত ১টিতে জয় তুলে নেয়, একটি টেস্ট ড্র করে এবং ১টি ম্যাচে পরাজিত হয়।
বক্সিং ডে টেস্ট জিতে এই মুহূর্তে টেবিলের শীর্ষে থাকার পাশাপাশি ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজেও এগিয়ে দক্ষিণ আফ্রিকা। নতুন ডব্লিউটিসি সাইকলে দক্ষিণ আফ্রিকার এটিই প্রথম টেস্ট ম্যাচ। সুতরাং, সেই টেস্ট জিতে প্রোটিয়ারা সংগ্রহ করে ১০০ শতাংশ হারে ১২ পয়েন্ট।
৩ ম্যাচে ৬১.১১ শতাংশ হারে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তান। ২টি টেস্ট জিতেছে এবং ১টি টেস্ট ম্যাচে পরাজিত হয়েছে। স্লো ওভারের জন্য কাটা গিয়েছে দুই পয়েন্ট।
আপাতত টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। কিউয়িরা ২ ম্যাচে সংগ্রহ করেছে ১২ পয়েন্ট। তারা ১টি টেস্ট জিতেছে এবং হেরেছে ১টি টেস্ট ম্যাচ। সুতরাং, তাদের পয়েন্ট সংগ্রহের হার ৫০ শতাংশ।
১টি জয় ও ১টি পরাজয়ে ২টি টেস্ট খেলে নিউজিল্যান্ডের মতো ১২ পয়েন্ট সংগ্রহ করেও চার নম্বরে বাংলাদেশ। তারা হোম সিরিজ থেকে এই পয়েন্ট সংগ্রহ করায় লিগ টেবিলের চার নম্বরে থেকে যায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊