সাঙ্গাকারাকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে বিরল নজির গড়লেন কোহলি
সদ্য সমাপ্ত ওডিআই বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি। গড়েছেন একের পর এক নজির। গড অফ ক্রিকেট সচিন তেন্ডুলকরের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড যেমন পার করে এখন ওডিআইয়ে বিশ্বের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক বিরাট তেমনি তাঁর দুরন্ত ব্যাটিং ভারতকে বিশ্বকাপের ফাইনালে পৌঁছাতে ভূমিকা রেখেছে অপরিসীম। এরপর টি২০, ওডিআইয়ে বিশ্রাম কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে ফের ব্যাট হাতে কোহলি। ব্যাট হাতে দুই ইনিংসেই বেশ সাবলীল দেখিয়েছে তাঁকে। দ্বিতীয় ইনিংসে করেছেন একটি ঝোড়ো অর্ধশতরানও। আর এর মধ্যে দিয়েই শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে পিছনে ফেলে গড়ে ফেলেছেন একটা নতুন নজির।
আন্তর্জাতিক ক্রিকেটে এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিকবার ২০০০ রানের গন্ডি পেরনোর নজির গড়লেন বিরাট কোহলি। এখন পর্যন্ত কোহলি সাতবার এই কৃতিত্ব অর্জন করেছেন। টপকে গিয়েছেন কুমার সাঙ্গাকারাকে। যিনি তাঁর কেরিয়ারে ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে ছয়বার ২০০০ রান করার নজির গড়েছিলেন। ২০২৩ সালে সব ফর্ম্যাট মিলিয়ে বিরাট কোহলি সাত সাতটি শতরানের ইনিংস খেলেছেন।
সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট ম্যাচের দুই ইনিংসে প্রথম ইনিংসে তিনি খেলেছিলেন ৬৪ বল। করেছিলেন ৩৮ রান। দ্বিতীয় ইনিংসে অনেক বেশি আক্রমণাত্মক ইনিংস খেলেছেন বিরাট কোহলি। তিনি ৮২ বল খেলে করেছেন ৭৬ রান। তাঁর ইনিংস সাজানো ছিল ১২ টি চার এবং একটি ছয়ে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊