Primary Recruitment Case Highcourt Update
বড় খবর। প্রাথমিক শিক্ষক নিয়োগে 42000 ও 16500 শূন্যপদে প্যানেল প্রকাশের নির্দেশের উপর স্থগিতাদেশ দিলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (Calcutta Highcourt)। প্রাথমিক শিক্ষক নিয়োগে (Primary Recruitment) বিচারপতি অমৃতা সিনহার প্যানেল প্রকাশের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। আজ সেই মামলায় প্যানেল প্রকাশ দরকার নেই বলেই জানালো কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)।
এদিন প্রাথমিক শিক্ষক নিয়োগে ৪২০০০ ও ১৬৫০০ শিক্ষক নিয়োগে স্থগিতাদেশের নির্দেশ দেন বিভিন্ন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি ৪ই জানুয়ারি।
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি (Primary Recruitment Scam) মামলায় বিচারপতি অমৃতা সিনহার গত ১২ ডিসেম্বর জেলা ভিত্তিক প্যানেল আদালতে পেশ করার নির্দেশ দেন। ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ ও ২০২০ সালে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের প্যানেল তলব করেন বিচারপতি। কিন্তু প্যানেল প্রকাশ নিয়োগবিধির বিরুদ্ধে বলে জানায় পর্ষদ আইনজীবী। এদিন সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊