বদলাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস!

Student

বদল আসতে চলেছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে। ১০ বছর পরে আসছে এই বদল। জানা যাচ্ছে সিবিএস ই এর ধাঁচে এবার উচ্চ মাধ্যমিকের সিলেবাস হচ্ছে রাজ্যে। এনিয়ে আগামী শনিবারই হতে চলেছে বৈঠক। ৪৭টি বিষয়ে পাঠ্যসূচি বদলের ভাবনা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE)। আর তার কার্যকর করা হতে পারে আগামী বছর থেকেই।



১০ বছর পরে উচ্চ মাধ্যমিকের সিলেবাস বদলে আগামী শনিবার বৈঠকে বসতে চলেছে বোর্ড (WBCHSE)। CBSE-র ধাঁচেই এই বদল হবে বলে পর্ষদ সূত্রে খবর। সূত্রের দাবি প্রত্যেকটি বিষয়ে সিলেবাসে বদল করা হবে। যেহেতু উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের একাধিক এন্ট্রাস পরীক্ষা থাকে সেই কথা মাথায় রেখেই সিবিএসই এর ধাঁচে সিলেবাস করার চিন্তা করছে বোর্ড।



সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এনিয়ে শনিবার বৈঠকে হবে‌ । গাইডলাইন তৈরি করে সিলেবাসের যে সাব কমিটি রয়েছে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা তাই আলোচনা করবেন। NCERT-র আদলে CBSE- ধাঁচে এই সিলেবাস করা হবে।