Under 19 World Cup: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দল ঘোষনা BCCI-র, ব্রাত্য বাংলা
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (Under 19 World Cup) জন্য ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই ১৫ সদস্যের দল ঘোষনা করেছে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভারতের (Indian Cricket Team) যুব দলকে নেতৃত্ব দেবেন পাঞ্জাবের উদয় সাহারন।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (Under 19 World Cup) উদ্বোধনী ম্যাচ ১৯শে জানুয়ারি। মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র। একই দিনে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ভারতের খেলা ২০ই জানুয়ারি। প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের।
২০২৪ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (Under 19 World Cup) ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি। মেগাফাইনাল হবে বেনোনিতে। মোট ১৬টি দল অংশ নেবে এই মেগা টুর্নামেন্টে। ৫ টি ভেন্যুতে মোট ৪১ টি ম্যাচ হবে। এ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র।
বিসিসিআইয়ের ঘোষিত দলে রয়েছেন আদর্শ সিং, রুদ্র ময়ূর প্যাটেল, শচীন ধস, প্রিয়াংশু মোলিয়া, মুশির খান। রয়েছেন গনেশ মহাজনও। তবে জায়গা পেল না কোনো বাঙালী ক্রিকেটার। ব্রাত্য রইল বাংলা।
যুব বিশ্বকাপের (Under 19 World Cup) জন্য ঘোষিত ভারতীয় দল– আরশিন কুলকার্নি, আদর্শ সিং, রুদ্র ময়ূর প্যাটেল, শচীন ধস, প্রিয়াংশু মোলিয়া, মুশির খান, উদয় সাহরন (অধিনায়ক), আরাভেল্লি অবিনাশ রাও (উইকেট কিপার), সৌমি কুমার পাণ্ডে, মুরুগান অভিষেক, ইনেশ মহাজন (উইকেট রক্ষক), ধনুষ গৌড়া, আরাধ্য শুক্লা, রাজ লিম্বানি, নমন তিওয়ারি
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊