Madhumita: পাখি আজ সৌন্দর্যের মাঝ আকাশে
মধুমিতা সরকার ছোটপর্দার ”বোঝেনা সে বোঝে না” ধারাবাহিকে অভিনয় করেন পাখি চরিত্রে। পরে তিনি বড়পর্দায় অভিনয় করে অনুরাগীদের মনের মণিকোঠায় বাসা বেঁধে ফেলেছে খুব সহজেই।
দর্শকমহল মধুমিতা সরকারের খোলামেলা পোশাকে এবং তাঁর স্নিগ্ধতায় মুগ্ধ । টলিউড থেকে সোজা হলিউডি গ্ল্যামারে নিজেকে মেলে ধরেছেন মধুমিতা। তাই যত দিন গড়াচ্ছে,ততই যেন গ্ল্যামারাস হয়ে উঠছেন অভিনেত্রী। শুধু গ্ল্যামারের দিক থেকেই নয়, মধুমিতার শারীরিক সৌন্দর্য সত্যি প্রশংসনীয়।
হাজারও কৌতূহল তাই নায়িকাকে ঘিরে দর্শকদের মনে রয়েছে । শরীরে এক ফোটাও অতিরিক্ত মেদ কী করে নেই তাঁর? কীভাবে লকডাউনের পরও এমন স্লিম ট্রিম করে ধরে রেখেছেন তিনি নিজেকে?। এই সমস্ত প্রশ্নের উত্তর অভিনেত্রীর কাছে একটাই, প্রতিদিন শরীরচর্চা করা এবং সঠিক খাবার খাওয়াই হল তাঁর সুন্দর থাকার আসল চাবিকাঠি।
সম্প্রতি অভিনেত্রীর করা সোশ্যাল মিডিয়া পোস্ট ঝড় তুলেছে নেটদুনিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, কালো পোশাকে ফটশ্যুট করতে। বক্ষ বিভাজিকা স্পষ্ট দেখা যাচ্ছে, যা দেখে নেটিজেনদের একাংশের কুরুচিকর মন্তব্য করতেও দেখা গেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊