সরকারি স্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীকে চরম হেনস্থা তিন যুবকের, কড়া পদক্ষেপ বিধায়কের
চুঁচুড়া:
সরকারি স্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীকে চরম হেনস্থা তিন যুবকের। একটি ভিডিও ভাইরাল কে কেন্দ্র করে চরম উত্তেজনা চুঁচুড়ায়। যেখানে দেখা যাচ্ছে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার একজন যুবককে কান ধরে উঠবস করাচ্ছে।
ঘটনা প্রসঙ্গে জানা যায়, পোলবা স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত শুভজিৎ ব্যানার্জী পোলবা থেকে রাজহাট হয়ে নিউ কাজিডাঙ্গা মোড়ে ফেরার সময় তিন মধ্যক যুবক ওই সরকারি স্বাস্থ্য কর্মীকে চরম হেনস্থার শিকারসহ গালিগালাজ করতে থাকে এবং তার বাইকের চাবি জোরপূর্বক খুলে নেয়। পিছন দিক থেকে বিধানসভা থেকে ফেরার সময় চুঁচুড়ার বিধায়কের নজরে আসে বিষয়টি। তৎক্ষণাৎ বিধায়ক গাড়ি থেকে নেমে, ওই স্বাস্থ্য কর্মীকে বিষয়টি জানতে চাইলে এবং ওই যুবকদের আচরণ দেখে স্তম্ভিত হয়ে পড়েন। এবং ওই তিন যুবকদের আচরণ দেখে রীতিমতন ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয় নিয়ে সরকারি স্বাস্থ্যকর্মী শুভজিৎ বাবু, জানান আমি পোলবা থেকে ফেরার সময় নিউ কাজিডাঙ্গা মোড়ে তিন মধ্যক যুবকের দ্বারা হেনস্থোর শিকার হই। তিনি চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদারকে বিশেষ ধন্যবাদ দিয়েছেন তার এই পদক্ষেপ দেখে। শুভজিৎ বাবু বলেন পশ্চিমবঙ্গের সর্বত্র চুঁচুড়ার মতন বিধায়ক যেন সর্বত্র থাকে। তিনি যেভাবে ত্রাতা হিসেবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন সত্যি দেখে আমি অবাক হই।
এ বিষয় নিয়ে অসিত মজুমদার বলেন একজন সরকারি কর্মরত অবস্থায় কর্মীকে যেভাবে হেনস্তা করছিল ওই যুবকগুলি তাতে আমি বাধ্য হয়েছি তাদের কান ধরে উঠবস করাতে। তিনি বলেন যদি কেউ অন্যায় করে পুলিশ প্রশাসন সেই বিষয়টি দেখবে, কেউ আইন হাতে তুলে নেবে সেটা আমি বরদাস্ত করব না। কেমন আচরণ পরবর্তীকালে সাধারণ মানুষের সঙ্গে ঘটলে বা দেখলে আবার এমনই করব। পরবর্তী সময় শুভজিৎ বাবু স্থানীয় ব্যান্ডেল থানায় বিষয়টি অভিযোগ করলে পুলিশ এই অভিযুক্ত একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊